• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

ক্রিকেট বোর্ডের জরুরি সভা আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর পালাবদল হয়েছে দেশের বেশির ভাগ জায়গায়। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। যার ফলশ্রুতিতে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। এ ছাড়া এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে জায়গা পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এদিকে সভাপতি পদ ছাড়লেও পরিচালক হিসেবে এখনো আছেন পাপন। তবে সর্বশেষ দুই বোর্ড সভায় উপস্থিত ছিলেন না তিনি। তার মতো বিসিবির শেষ দুই বোর্ড সভায় ছিলেন না আরও ১২ জন পরিচালক। আজকের বোর্ড সভায় তারা উপস্থিত না থাকলে হারাবেন নিজেদের পরিচালক পদ।
বিসিবির গঠনতন্ত্রের ১৫.২ অনুচ্ছেদ অনুযায়ী শারীরিক অসুস্থতা বা যথাযথ কারণ দেখিয়ে কোনো পরিচালক পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকতে পারেন না। যথাযথ কারণ না দেখিয়ে অনুপস্থিত থাকলে তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। সরকার পতনের পর গা-ঢাকা দেওয়া বেশির ভাগ পরিচালক বোর্ড সভায় না থাকার যথাযথ কারণ দেখাতে পারছেন না। ফলে আজকের বোর্ড সভার পর এই ১২ জন পরিচালকের পদ শূন্য হবে।
পরিচালক পদ হারানোর অপেক্ষায় যে ১২ জন আছেন তারা হলেন তানভীর আহমেদ টিটু, আ জ ম নাসির, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, গাজী গোলাম মর্তুজা, নাজিব আহমেদ, ওবেদ রশিদ নিজাম, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, মনজুর কাদের ও নাজমুল হাসান পাপন। এ ১২ জন পরিচালকের বাইরে ইতোমধ্যে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। এ ছাড়া নতুন সভাপতির অধীনে প্রথম বোর্ড সভায় থাকা খালেদ মাহমুদ সুজন বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন।
গা-ঢাকা দেওয়া পরিচালকদের পদ শূন্য না হওয়ায় নতুন সভাপতির অধীনে বিসিবির কার্যক্রম পরিচালনার জন্য স্ট্যান্ডিং কমিটি তৈরি করা সম্ভব হচ্ছিল না। ফলে ব্যাহত হচ্ছিল বিসিবির সব ধরনের কার্যক্রম। আজকের বোর্ড সভায় পরিচালকদের কাঁধে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তুলে দিতে কোনো বাধা থাকবে না। সেই সুযোগ নিয়ে আজ পরিচালকদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। বিসিবির পরিচালনা পরিষদে পূর্ণ না হওয়ায় একেকজন পরিচালকের কাঁধে একাধিক স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বর্তাতে পারে। গুঞ্জন আছে, বিসিবির মিডিয়া কমিটির দায়িত্ব নিতে পারেন ফাহিম সিনহা। মিডিয়া কমিটির পাশাপাশি বিপিএল গর্ভনিং কাউন্সিলের দায়িত্ব পেতে পারেন তিনি। এ ছাড়া ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাঁধে রাখতে পারেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category