• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল মহাসড়ক

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাকশ্রমিকরা। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান।

তিনি জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলন ২৪ ঘণ্টার বেশি অতিবাহিত হয়ে গেছে। মহাসড়কে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে। এ কারণে মহাসড়কের উভয় পাশে টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, অবরোধের ফলে এই মহাসড়কে চলাচলকারীরা বিকল্প পথে চলাচল করছে।

এ ছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধে করে ট্রাফিক আপডেট দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে লাঠিসোটা হাতে কিছু বহিরাগত যোগ দিয়েছে। অবরোধের জায়গার উভয় পাশে দীর্ঘ যানজটে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। এর মধ্যে ট্রাকগুলোতে পচনশীল পণ্যও রয়েছে। যাত্রীবাহী বাসগুলো থেকে যাত্রীরা নেমে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেছে। ফলে অনেক যানবাহন যাত্রীশূন্য অবস্থায় আটকে রয়েছে।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চলাচল করছে। স্বল্প দূরত্বের লোকাল পরিবহন চলাচল করলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলছেন যাত্রীরা।

সকালে রাজধানীর উদ্দেশে যেতে মাওনা চৌরাস্তায় দূরপাল্লার বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ষাটোর্ধ্ব আব্দুল কাদির। তিনি জানান, সকাল থেকে ঢাকায় যেতে দাঁড়িয়ে রয়েছেন। জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ১৫০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু অন্য বাসগুলো জানাচ্ছে, রাজেন্দ্রপুর পর্যন্ত যাওয়া যাবে। বাকি রাস্তায় যানজট। এখন বেশ চিন্তায় আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category