• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:১১ অপরাহ্ন

চার মাস পর ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার / ৩ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

চার মাস পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে সেখানে পৌঁছায় তার গাড়িবহর। দেশে ফিরেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী।

তবে নিরাপত্তার কথা জানিয়ে তার সফরসঙ্গী ও দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতাদের ছাড়া বাসভবনে কাউকে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে আলাদা একটি গাড়িতে উঠে হ্যাঙ্গার গেট দিয়ে গুলশানের দিকে রওনা হন তিনি।

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে প্রবেশ পথে রাস্তার দুই পাশের ফুটপাতে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে দলীয় ও জাতীয় পতাকা হাতে অভ্যর্থনা জানান নেতাকর্মীর।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় ওঠেন। পরবর্তীতে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে।

সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

তার সঙ্গে দেশে এসেছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ ১৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category