• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ, লিটনের না থাকার গুঞ্জন

ডেস্ক রিপোর্ট / ৮৫ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে ক্রিকেট মহলে চলছে নানা আলোচনা। তামিম ইকবাল অবসর নেওয়ায় এবং সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে দলে না থাকার বিষয়টি নিশ্চিত। তবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আরেক পরিচিত মুখ, লিটন দাস।

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হারাচ্ছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছেন লিটন। ওপেনিংয়ে তার জায়গায় চিন্তা করা হচ্ছে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে। অর্থাৎ লিটনকে না রাখার পক্ষে মত দিচ্ছে একপক্ষ। আবার অভিজ্ঞতার জন্যই লিটনকে চাচ্ছে আরেকটি পক্ষ। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমের সঙ্গে তৃতীয় ওপেনার কে হতে যাচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়।

অবশ্য লিটন দলে জায়গা পেয়েছেন কি না তা জানা যাবে আর কিছুক্ষনের মধ্যেই রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। পারভেজ ইমন, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯ রান করেছিলেন, এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেতে চলেছেন বলেই আপাতত মনে হচ্ছে।

সম্ভাব্য স্কোয়াড

তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

উল্লেখ্য, স্কোয়াড জমা দেওয়ার পরও চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দল পরিবর্তনের সুযোগ রয়েছে। তরুণ পারভেজ ইমনের অন্তর্ভুক্তি দলকে কতটা শক্তিশালী করবে তা সময়ই বলে দেবে। তবে লিটন দাসের বাদ পড়া নিয়ে সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

দলের চূড়ান্ত তালিকা ঘোষণার অপেক্ষায় এখন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category