• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

জকিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২৬ জন আহত

ডেস্ক রিপোর্ট / ১০ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

সিলেটের জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন এর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। এর পর ধাপে ধাপে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

শনিবার বিকাল ৪টায় ইখওয়ান কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রায় হাজারখানিক কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন মুন্না আহমদ এবং আব্দুস সালাম, লেইছ আহমদ তারপরপরই দেওয়া হয় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন আহমেদের বক্তব্য। সেই বক্তব্যকে কেন্দ্র করে কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন এবং উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়।

সিলেট জেলা কৃষক দলের আহবায়ক অনুষ্ঠানের সভাপতি ইকবাল আহমদ বলেন, দুই একজনের মতো আহত রয়েছেন, এবং এখানে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলার চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও বলেন, ‌‌সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পূর্ণ করেছেন”।

এ বিষয়ে জানতে একাধিকবার জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নি।

জকিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার খালেদ আহমদ জানান, সংঘর্ষের ঘটনায় ২৬ জন এর মতো আহত হয়েছেন তার মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category