আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেই সিরিজেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আর শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। ফলে টেস্টে ও টি-টোয়েন্টিতে বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন তিনি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দুই সংস্করণ থেকে বিদায়ের ঘোষণা দিলেও চালিয়ে যাবেন ওয়ানডে ক্রিকেট। পাকিস্তানের মাটিতে ২০২৫ সালে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিনি। তবে সেই আসর দিয়েই বিদায় বলতে চান ওয়ানডে ক্রিকেটকে।
সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান বলে জানিয়েছেন।
জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭০ টেস্ট খেলেছেন সাকিব। রান করেছেন ৪ হাজার ৬০০ এবং উইকেট শিকার করেছেন ২৪২টি। সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে খেলেছেন ১২৯টি ম্যাচ। সেখানে ২ হাজার ৫৫১ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১৪৯টি।