• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

ট্রাম্পেই ভরসা রাখছেন জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট / ১০০ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক পডকাস্ট অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে জেলেনস্কি চলমান সহিংসতা রোধে ট্রাম্পের ভূমিকা নিয়ে আশা প্রকাশ করেন।

এ ছাড়া ইলন মাস্কসহ ট্রাম্পের উপদেষ্টা পরিষদের কর্মনিষ্ঠতা নিয়ে এই পডকাস্টে আশাব্যঞ্জক মন্তব্য করেন তিনি।

মস্কোকে কূটনৈতিক চাপে রেখে ট্রাম্প চাইলেই যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে পারেন বলে মত তার।

জেলেনস্কি বলেন, ‘ট্রাম্পের অভিষেকের পরই আমি তার সঙ্গে আলোচনায় বসবো। ইউরোপকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারবে।’

ট্রাম্প ইউক্রেনের পাশে দাঁড়ালে পুরো ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে বলেও মন্তব্য করেন তিনি।

অতীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্যতার কারণে ট্রাম্পকে সমালোচনা করেছিলেন কিয়েভপ্রধান। ট্রাম্পকে উপহাস করে ‘সেলসম্যান’ বলেছিলেন তিনি।

তবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে জেলেনস্কির মন্তব্যে।

ট্রাম্পের কূটনৈতিক প্রভাবের প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরলে ইউরোপের সবাই আমাকে তার অবস্থান নিয়ে প্রশ্ন করেন। এতেই প্রমান হয়, এই অঞ্চলে ট্রাম্পের প্রভাব কতটুকু।’

এদিকে নির্বাচনি প্রচারণায় চলমান দ্বন্দ্বের ‘তাৎক্ষণিক সমাধানের’ ঘোষণা দিলেও বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

চলমান সহিংসতা বন্ধ করতে যুদ্ধবিরতির বিকল্প নেই জানিয়ে জেলেনস্কি বলেন, ‘পুতিন ইউক্রেনের ওপর হামলা থামাবে না।

এই মুহুর্তে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ ও সামরিক সহায়তা দেওয়া আন্তর্জাতিক কর্তব্য।’ সূত্র: এফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category