সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের সড়কে অবৈধ দোকান ও গাড়ির অস্থায়ী স্ট্যান্ড থাকায় প্রতিদিন মারাত্মক দূর্ভোগে পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে। শুধু তাই নয় সড়কের পাশে অবৈধভাবে সবজির পসরা সাজিয়ে বসে আছেন প্রায় অর্ধশতাধিক দোকানদার। সড়কের জায়গা দখল করে তাদের এই ব্যাবসার কারণে তীব্র যানযটে পড়তে হয় কয়েক হাজার মানুষকে। সম্প্রতি এই যানযটের কবলে পড়তে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদেরকে। পৌর শহর থেকে বের হতেই যেনো অতীষ্ট হয়ে পরেন বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। একই অবস্থা হয় পাশবর্তী বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চখন্ড সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসা কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে আসা প্রায় ২৬০০ শিক্ষার্থীর।
ফুটপাত ও সড়কের পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান পাঠের কারণে সকালে যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছাতেও বেগ পেতে হয় শিক্ষার্থীদের। বিশেষ করে পরীক্ষার সময় শব্দ এবং ভিড়ের কারণে মনোযোগে ব্যাঘাত ঘটে পরীক্ষার্থীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীর একজন অভিভাবক বলেন, পরীক্ষার সময় মানসিক চাপ এমনিতেই বেশি থাকে, তার উপর যানজট ও শব্দের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। যানযট নিরসনে কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন তাঁরা।
তীব্র যানজটে দীর্ঘ সময় আটকে থাকলেও, যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ট্রাফিক পুলিশের দেখা মিলেনি। অবৈধ্য দোকান পাঠ ও সড়কে গাড়ির স্ট্যান্ড গড়ে উঠার বিষয়ে বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে সকলের সাথে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ দোকানপাঠের ফলে সময়-অসময়ে লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। এসব সমস্যার নিদিষ্ট সমাধান চান শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষ ও পথচারীরা।