ধর্ম, ঐক্য, শিক্ষা, সমাজসেবা, ক্রিড়া বিষয়ক সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ইউনিয়নের প্রায় ২ শতাধিক পরিবারের মধ্যে পবিত্র রমজান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এসব পণ্য সামগ্রী নিজ উদ্যোগে উপকারভোগীদের বাড়ি-বাড়ি নিয়ে পৌঁছে দেন।
মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ইউকে ও এলাকার বিত্তবানদের আর্থিক সহযোগিতায় এবং মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সার্বিক ব্যাবস্থাপনায় প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে সম্পাদিত এ প্রকল্পে একেকটি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াঁজ, ছোলা, আলু, লবন, সেমাই, চিনি, ময়দাসহ অন্যান্য নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।
মহান আল্লাহর বিশেষ নৈকট্য লাভের উদ্দেশ্যে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি প্রতি বছরের ন্যায় এবছরও এমন মহতি কাজ বাস্তবায়ন করে।
মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সিনিয়র সদস্য আব্দুর রহমান আফজল বলেন, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ইউকে ও এলাকার বিত্তবানদের আর্থিক সহযোগিতায় এবং সোসাইটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় পবিত্র রমজান মাসে আমরা এতো বড় একটি মহৎ কাজ বাস্তবায়ন করতে পেরেছি। শুধু ঈদের উপহার সামগ্রী নয় মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির যে কেন প্রাকৃতিক বিপর্যয়ে গ্রামের মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে থাকে।
Alhamdulillah.Ameen.may Allah s.w.t..accept our sincere prayers and fasting and donations.Inshaallah always we are trying to help our needy brothers and sisters.make sure to remember each other. Your prayers.