• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

দেলওয়ার হোসেন সাঈদী হত্যার বিচার চাই : সেলিম উদ্দিন

সামিয়ান হাসান / ২০৩ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও সিলেট-৬ নির্বাচনী আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুহা. সেলিম উদ্দিন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচারের নামে প্রহসন হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে। পরবর্তীতে পরিকল্পিতভাবে সরকারের দোষর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা সাঈদীকে হত্যার বিচার দাবী করছে। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সেলিম উদ্দিন আরো বলেন, বিগত সরকার দেশকে কেবল পিছনের দিকে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস রাজনীতি শুরু করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেলিম উদ্দিন বলেন, বিয়ানীবাজারের জনপদ থেকে একটি বৃহৎ ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করিনি। আগামীতেও রাজনীতিকে ব্যবহার করে কোন অপকর্ম করা কিংবা টাকা-পয়সা বানানোর খায়েস নেই তার।
সোমবার সকালে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ প্রাজ্ঞনে জামায়াতে ইসলামী মোল্লাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মুহা. সেলিম উদ্দিন আরোও বলেন, আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি উপস্থিত সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে বেচে নিবেন যাতে বিয়ানীবাজারের উন্নয়ন কাজে তিনি ভুমিকা রাখতে পারেন। অন্যান্য জনপদ থেকে বিয়ানীবাজার সর্বকেত্রে পিছিয়ে পড়া জনপদ হিসেবে পরিচিত পেয়েছে। সড়ক সংস্কার করার পাশাপাশি যে সব জায়গা উন্নয়ন বঞ্চিত ছিল সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে বিয়ানীবাজারের সামগ্রিক উন্নয়ন করতে হলে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি।
জামায়াতে ইসলামী মোল্লাপুর ইউনিয়ন শাখার আমীর হাজি আব্দুস সালাম মতলিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আবুল খায়ের, নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, মোল্লাপুর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি মাহবুবুল হক সুজা, মোল্লাপুর ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ডের সদস্য ওলিউর রহমান সাবলু, মোল্লাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: আকবর হোসেন, মোল্লাপুর ইউনিয়ন জামায়াতের অন্যতম দায়িত্বশীল প্রবাসী ছালেহ আহমদ, ছাত্র শিবিরের সভাপতি আহবাব হোসেন মুৃরাদ, কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যানের সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল, আব্দুস সামাদ, শাহরিয়ার শাহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category