• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত

স্টাফ রিপোর্টার / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত। শেষ টেস্টে বেশ অবাক করার মতো এক রেকর্ড হয়েছে। টার্গেট মাত্র ৯৫! এর আগে কানপুরের গ্রিন পার্কে এরচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না। চতুর্থ ইনিংসে রান তাড়ার সর্বোচ্চ ছিল ৮২ রান।
প্রায় আড়াই দিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পরও হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পেল না বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগারদের ৭ উইকেটে হারিয়েছে ভারত। ফলে ২ ম্যাচে টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা।
বাংলাদেশের দেওয়া ৯৫ রানের টার্গেটে ১৭.২ ওভারে ৩ উইকেটে ৯৮ রান করে রোহিত শর্মা ভারত। এ নিয়ে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় পাওয়ার চতুর্থ ঘটনা এটি।
আর কানপুরে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের আগের রেকর্ডটা স্বাগতিকদের দখলেই ছিল। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের দেওয়া ৮২ রানের টার্গেট, ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছিল শচিন টেন্ডুলকালের ভারত।
১৪৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ, ভারতের টার্গেট ৯৫
এ ম্যাচের আগে কানপুরে ২১ টেস্টের মধ্যে, উইকেটের ব্যবধানে জয় আসে মাত্র তিনবার। আর প্রতিবার জয়টা এসেছে ৮ উইকেটে। ১৯৫২ সালে কানপুরের গ্রিন পার্কে ৭৬ রানের টার্গেটে ভারতকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৬২ রান টার্গেট ১৩.১ ওভারে পূরণ করে ভারত।
কানপুরে চতুর্থ ইনিংসে রান তাড়ার ঘটনা রয়েছে ৯টি। এরপর মধ্যে রান তাড়া করে জয় এসেছ ৫টি। আর অন্য চার ম্যাচ ড্র হয়েছে। এ মাঠে সর্বনিম্ন ২২৫ রান তাড়া করেছে হেরেছে অস্ট্রেলিয়া। ১৯৫৯ সালে ভারতের দেওয়া এই লক্ষ্যে ১০৫ রানে অলআউট হয় অজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category