নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে বাংলাদেশি একজনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) পুলিশ।
মঙ্গলবার স্থানীয় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায় তারা তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাব্বির আহমেদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। তিনি ২০২২ সালে অবৈধ পথে সেখানে গিয়েছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার সমিতির সেক্রেটারী রেজাউল আলম অপু। তিনি জানান সাব্বির ৩ বছরের অধিক সময় ধরে বসবাস করলেও কাগজপত্র করতে পারেনি।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীরা আতঙ্কে দিন পার করছেন। উপযুক্ত নথিপত্র নেই এমন অনেকেই রয়েছেন দুশ্চিন্তায়। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরুতে এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল অবৈধ অভিবাসী, যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আছে এবং যারা অপরাধে জড়িত তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে। দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই তিনি এ বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
বাংলাদেশ যদি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তাহলে আমেরিকাও নিতে পারে। এই পদক্ষেপ বাংলাদেশের জনগণের সাধুবাদ জানানো উচিত।