• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

নিজ হাতে গড়া এতিমখানায় হারিছ চৌধুরীর পুনঃদাফন

ডেস্ক রিপোর্ট / ১১১ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর মরদেহ পুনরায় দাফনের সিদ্ধান্ত হয়েছে। নিজের প্রতিষ্ঠিত বাবার নামে করা কানাইঘাটের শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীসহ আত্মীয়-স্বজন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে গতকাল শুক্রবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদসহ স্থানীয় বিএনপি
ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, উচ্চ আদালত থেকে প্রশাসনকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে বীর মুক্তিযোদ্ধার সম্মাননায় হারিছ চৌধুরীর লাশ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হবে। শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে কবরের জায়গা চিহ্নিত করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি সম্পন্ন হবে।

সামিরা তানজিম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নানাভাবে অবিচার ও হয়রানির শিকার হয়েছি। বাবা মারা যাওয়ার পরও সরকারকে জানিয়ে কোনো প্রতিকার পাইনি। উল্টো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তার মৃত্যুর বিষয়টি অমীমাংসিত থেকে গেছে। আইনি লড়াইয়ের মাধ্যমে বাবার লাশ শনাক্ত করে এখন তার ইচ্ছানুযায়ী কানাইঘাটে দাফন করতে পারব এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

প্রসঙ্গত আত্মগোপনে থাকা অবস্থায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান আবুল হারিছ চৌধুরী। ৪ সেপ্টেম্বর প্রফেসর মাহমুদুর রহমান নামে ঢাকার সাভারে একটি মাদ্রাসায় তার লাশ দাফন করা হয়। এর পর প্রফেসর মাহমুদুর রহমানই তার পিতা হারিছ চৌধুরী দাবি করে লাশের পরিচয় শনাক্তে উচ্চ আদালতের শরণাপন্ন হন মেয়ে সামিরা। পরে আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন এবং ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category