• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

নির্বাচনের ৩ পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হলেন ডা. শাহাদাত

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

(চসিক) নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে তিন বছর আগে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নির্বাচনি ট্রাইব্যুনাল এবং জেলা যুগ্ম ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
রায়ের বিষয়ে জানতে চাইলে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিচারবিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভোট ডাকাতির মাধ্যমে ২০২১ সালের মেয়র নির্বাচনে রেজাউল করিম চৌধুরীকে মেয়র নির্বাচিত করেছিল। এরপর ২০২১ সালের ২১ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছিলাম। সেই মামলার রায়ে আদালত আমাকে মেয়র ঘোষণা করেছেন। পাশাপাশি মেয়র রেজাউল করিমের গেজেট বাতিল করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে আমাকে দায়িত্ব দিয়ে চট্টগ্রামের মেয়রের চেয়ারে আসীন হবার নির্দেশনা দিয়েছেন। আজকের এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।’
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ, মো. জান্নাতুল ইসলামকে আসামি করা হয়েছিল।
মামলার এজাহারে বলা হয়, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওইদিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভোটের দিন দুপুর পর্যন্ত ৪ থেকে ৬ শতাংশ ভোট পড়ে। কিন্তু ভোটের হিসাবে দেখানো হয়, ২২ শতাংশ ভোট পড়েছে।
চসিক নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেছিলেন। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category