নীলফামারীর ডোমারে ঢাকাগামী নৈশকোচ তয়েজ পরিবহনের চাকায় মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মফিজুল ইসলাম জোড়াবাড়ি ইউনিয়নের দারিকামারী এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার ৫ নভেম্বর বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজারের মেইলের পার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী হরিদাস রায় ও নুর ইসলাম বলেন, মির্জাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছেলে আযমকে সাথে নিয়ে মফিজুল বিদুৎ বিল দেওয়ার জন্য ডোমারের দিকে আসছিলো। এসময় ভ্যান চালক মনো ইসলামও আহত হন । একমাত্র ছেলে আজমও সেই ভ্যানে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ডোমার থেকে চিলাহাটিগামী দ্রুতগামীর নৈশকোচ তয়েজ এন্টার প্রাইজ ধঞ্চনপুরের মেইলের পার নামক স্থানে ভ্যানটিকে ধাক্কাদিলে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মফিজুল নিহত হন।
এ বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।