• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

নোয়াখালীতে আলোচিত কাদের মির্জার সহযোগী পিচ্চি মাসুদ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৩৬ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামি পিচ্চি মাসুদকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদ মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়েরের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর ছিলেন।

জানা গেছে, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য ছিল পিচ্চি মাসুদ। তিনি প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলাফেরা করতেন। কাদের মির্জার প্রশ্রয়ে এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। স্থানীয়দের ধারণা, কাদের মির্জা তার থেকে ডাকাতির টাকার ভাগ পেতেন। ২০২১ সালে পিচ্চি মাসুদ অস্ত্র হাতে গুলি করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, একটি খুনসহ ডাকাতি, ৩টি মাদক, একটি পুলিশে হামলাসহ দুটি অন্যান্যসহ মোট ২১টি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিচ্চি মাসুদকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে ২১ মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category