পল্লীবিদ্যুৎ কর্মীদের আন্দোলনে সারা দেশে পবিস আওতাধীন এলাকা বিদ্যুৎহীন
নানা অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারিরা আন্দোলন শুরু করেছেন। এর ফলে পবিসের আওতাধীন দেশের সকল এলাকা বিদ্যুৎহীন রয়েছে। বিদ্যুৎ কর্মীদের আন্দোলনে শাটডাউন চলছে বিয়ানীবাজারসহ সিলেটের সকল উপজেলায়। পল্লীবিদ্যুৎ কর্মীরা কর্ম বিরতী পালনের সাথে ১২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন।
বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি জানিয়েছে আন্দোলন স্থগিত না হলে বিদ্যুৎ আবার স্বাভাবিক হচ্ছে না। কর্মীরা অনিয়ম ও বৈষম্য বিরোধী এ আন্দোলনে যোগ দেয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।