• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

বিএনপির মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৪৩ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার মামলায় মাহবুব হাসান মিনহাজ (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাদারগঞ্জ পৌর যুবলীগের সভাপতি।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে জামালপুর শহরের বেলটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার এসআই আবু বক্কর সিদ্দিক ইমরান।

তিনি বলেন, ২০২২ সালের ২২ আগস্ট শহরের গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত একটি বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এর ২ বছর পর গত ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category