• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

বিপিএলে পারিশ্রমিক পেয়েই রাজশাহীর দাপুটে জয়

ডেস্ক রিপোর্ট / ৯৪ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বিপিএলের দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কেবলমাত্র আংশিক পাওনা পেয়েছে আগের দিন। তবে মাঠে তার প্রভাব ফেলতে দেয়নি এনামুল হক বিজয়ের দল। মাঠে নেমে শক্তিশালী সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রমাণ করল, মানসিক দৃঢ়তা এবং টিম স্পিরিটই ক্রিকেটে শক্তিশালী।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ২৩তম ম্যাচে দুর্বার রাজশাহী নিজেদের অনন্য পারফরম্যান্স দিয়ে জয় ছিনিয়ে নেয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে তারা। রায়ান বার্লের ৪১ রানের ঝড়ো ইনিংস এবং অধিনায়ক এনামুল হকের ৩২ রানের কার্যকরী অবদান দলকে শক্ত ভিত দেয়।

সিলেট স্ট্রাইকার্সের বোলিং লাইনআপে সবচেয়ে সফল ছিলেন রুয়েল মিয়া, যিনি ৩ উইকেট শিকার করেন। তবে অন্যান্য বোলাররা রাজশাহীর ব্যাটসম্যানদের প্রতিরোধ করতে ব্যর্থ হন।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। তাদের প্রথম দুই ব্যাটসম্যান রনি তালুকদার এবং পল স্টার্লিং খুব দ্রুত ফিরে যান। এরপর জাকির হাসানের ৩৯ এবং জাকের আলীর ৩১ রানের ইনিংস সিলেটকে কিছুটা আশা দেখালেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৭.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় তারা।

রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট দখল করেন। এছাড়া তাসকিন আহমেদ এবং মৃৎস্যজয় চৌধুরী ২টি করে উইকেট শিকার করেন।

এদিকে খেলার আগে রাজশাহী দলটি কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বিপিএল শুরুর পর থেকে কোনো পারিশ্রমিক পরিশোধ না হওয়ায় খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ ছিল। যার কারণে তারা অনুশীলন পর্যন্ত বয়কট করে তবে গতকাল আংশিক অর্থ বুঝে পায় তারা। রাজশাহীর খেলোয়াড়রা নিজেদের সংকল্প এবং পেশাদারিত্বের প্রমাণ দেন মাঠে।

এই জয়ের মাধ্যমে রাজশাহী ৬৫ রানের বড় ব্যবধানে সিলেট স্ট্রাইকার্সকে পরাজিত করে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। সিলেটের অবস্থান তলানীর একধাপ উপরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category