• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন প্রবাসীরা

ডেস্ক রিপোর্ট / ১৬৭ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এখন থেকে প্রবাসীরা বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পাবেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজয় একাত্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শ্রম মন্ত্রণালয় আয়োজিত সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমারেন্ডাম অব কোলাবোরেশন স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের এক একটি পতাকা হয়ে কাজ করেন। প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আত্মসামাজিক উন্নয়ন ও কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাদের যথাযথ মূল্যায়ন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। এক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, গত ১ জানুয়ারি ২০২০ থেকে বৈধভাবে যাওয়া সব বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যাওয়ার পর বিদেশী শ্রমিক ক্ষতিপূরণ স্কিমের (এফডব্লিউসিএস) আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশী কর্মীরা মালয়েশিয়ার নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি অরগানাইজেশন থেকে আবশ্যিকভাবে নিবন্ধিত হয়ে মেডিকেল বেনিফিট, টেম্পোরারি ডিজেবলমেন্ট বেনিফিট, পার্মানেন্ট ডিজেবলমেন্ট বেনিফিট, ডিপেন্ডেন্ট ডিজেবলমেন্ট বেনিফিট, ফার্নাল বেনিফিট, কনস্ট্যান্ট অ্যাটেনডেন্স অ্যালাউন্স, রেবেলিটেশন ফেসিলিটি ইত্যাদি সুবিধা পাবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে পারকস-এর গ্রুপ চিপ এক্সিকিউটিভ অফিসার দাতো শ্রী ড. মোহাম্মদ আজমান ব্নি মোহাম্মদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিকসো ও প্রতিনিধি দলের সদস্যগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কনস্যুলার ও ওয়েলফেয়ার শাহ মোহাম্মদ তানভীর মনসুর, প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলমসহ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category