• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, যাত্রীদের নিরাপদ অবতরণ

ডেস্ক রিপোর্ট / ৭৭ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ‘বোমা থাকার হুমকি’ পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আড়াইশো যাত্রী এবং ১৩ ক্রু নিয়ে ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকালে নিরাপদেই ঢাকায় ল্যান্ড করেছে। যাত্রীরাও সবাই নিরাপদে নেমে বিমানব্ন্দরের টার্মিনালে এসেছেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। জানা গেছে, বুধবার ভোরের দিকে বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। ওই বার্তায় বলা হয়, রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৫৬ এ বোমা রাখা আছে। যে কোনও সময় বোমাটি বিস্ফোরণ ঘটবে। এমন অবস্থায় কন্ট্রোল রুম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।তবে অপরিচিত নম্বর থেকে আসা সেই ‘হুমকি’ হালকাভাবে না নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটে রোম থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘আমরা অপরিচিত একটি নম্বর থেকে বিমানের রোম-ঢাকা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। ফ্লাইটটি আড়াইশো যাত্রী এবং ১৩ ক্রু নিয়ে সকাল ৯টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। সব যাত্রী নিরাপদেই উড়োজাহাজ থেকে নেমে এসেছেন এবং বিমানবন্দর টার্মিনালে গেছেন। আমরা এখন প্রটোকল অনুযায়ী, বিমানটি তল্লাশি চালিয়ে হুমকির বিষয়টি খতিয়ে দেখছি।’এ বিষয়ে এভসেক পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল ফ্লাইটটিতে সার্চ করার প্রস্তুতি নিচ্ছে। বোমা আছে কিনা, তা আমরা নিশ্চিত নই। তবে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে সার্চ করার প্রক্রিয়া শুরু করেছি।’তিনি বলেন, ‘পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category