সিলেটের বিয়ানীবাজারে এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার দুপরে এ তথ্যটি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে করোনার আক্রমন শুরুর পর সিলেটে প্রথম এই কোন রোগী মারা গেলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় আক্রান্ত ৬৯ বছর বয়েসি পুরুষ ১৯ জুন শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মিজানুর রহমান। তিনি জানান, নিহত ব্যক্তি করোনা ছাড়াও আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার কিট সংকট রয়েছে। অবস্থা খারাপ হলে আমরা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেই।