পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিয়ানীবাজারে প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগ, সিলেটের উপ-পরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার। সোমবার তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘুরে দেখার পর উপজেলার দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তফা উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।