বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা কৃষি অফিস ও সামাজিক বনায়ন কেন্দ্রের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিমের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চারা বিতরণের ফলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করবে এমন আশাবাদ ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, সবাই মিলে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে। আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচতে পারব।
কৃষি কর্মকর্তা লোকমান হেকিম জানান, ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কাঠাল, নিম, তাল, আম, জাম ও বেল জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।
বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গাছের চারা রোপণের এই কর্মসূচির প্রতি সাধুবাদ জানান চারা বিতরণ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।