জুলাই-আগস্ট বিপ্লবের পর বিসিবিতে অনুপস্থিত ছিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি চালাতে তাই নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। পাপনের মতো রাজনৈতিক কারণে দেশ ছাড়া বেশিরভাগ বিসিবি পরিচালক।
এখন মাত্র ১০ পরিচালক নিয়ে চলছে বিসিবি। ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর নতুন করে আর স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়নি। দীর্ঘ ৫ মাস পর নতুন করে স্ট্যান্ডিং কমিটির খসড়া চূড়ান্ত করা হয়েছে।
খসড়ায় ওয়ার্কিং কমিটি, মেডিক্যাল কমিটি, মিডিয়া কমিটি ও ফিজিক্যাল চ্যালেঞ্জড কমিটিতে কাউকে রাখা হয়নি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিয়েছেন ডিসিপ্লিনারি ও মার্কেটিং কমিটির দায়িত্ব। ফিজিক্যাল চ্যালেঞ্জড কমিটি থেকে সরিয়ে আকরাম খানকে দেওয়া হয়েছে ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব।
আর ক্রিকেট অপারেশন্স ও নারী বিভাগের দায়িত্ব পেতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। গ্রাউন্ডস, আম্পায়ারিং, সিসিডিএম, টেন্ডার কমিটির দায়িত্ব অপরিবর্তিত থাকতে পারে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব উঠতে পারে সাইফুল আলম চৌধুরী স্বপনের কাঁধে।
ফাইন্যান্স কমিটির পাশাপাশি গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক বিভাগের দায়িত্ব পেতে পারেন ফাহিম সিনহা। যেসব কমিটিতে চেয়ারম্যান হিসেবে কোনো পরিচালক নিয়োগ দেওয়া হবে না সেখানে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানরা।
ক্রিকেট অপারেশন্স বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন খালেদ মাসুদ পাইলট আর এইচপির ভাইস চেয়ারম্যান হতে পারেন দেবব্রত পাল। এ ছাড়া জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেনের মতো সাবেক ক্রিকেটাররা থাকতে পারেন স্ট্যান্ডিং কমিটিতে।