• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বিয়ানীবাজার পৌরশহরে সাম্প্রতিক সময়ের আলোচিত ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ২টার দিকে দক্ষিণ বিয়ানীবাজার থেকে বের হওয়া মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এতে সর্বস্থরের ছাত্র-জনতাসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার দেশব্যাপী আলোচিত ইসকন ইস্যু নিয়ে বয়ান করায় বিয়ানীবাজারে মসজিদের খতিবকে লাঞ্চিত করেছেন এক যুবলীগ কর্মী। এ ঘটনায় উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীসহ সর্বস্থরের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ি শুক্রবার জুমার নামাজ পূর্ববর্তী বয়ানে সমসাময়িক বিষয় ও ইসকন ইস্যু নিয়ে কথা বলেন খতিব মাওলানা মোশাহিদ আহমদ আলতাফ। এ সময় খতিবকে নিয়ে প্রকাশ্যে কটু কথা বলার পাশাপাশি লাঞ্চিত করেন স্থানীয় যুবলীগ কর্মী জসীম উদ্দিন। মাথিউরায় তার বাড়ি হলেও তিনি পৌরশহরে ব্যবসা করেন। তাৎক্ষনিক মসজিদের ভিতরে উত্তেজনা শুরু হলে খতিবের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে জুমার নামাজ পরবর্তী ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। এমনকি ওই যুবলীগ কর্মীর ব্যবসা প্রতিষ্টান বয়কটের ডাক দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category