সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় বিয়ানীবাজার থেকে মোট ৪২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথমদিনের পরীক্ষায় ৩৩০৪ পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ছিল ২৪ জন শিক্ষার্থী।
বিয়ানীবাজারে এসএসসি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে ও ৫টি ভেন্যুতে মোট ৩৫৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এদিকে দাখিলে ২ টি কেন্দ্রে ৫৯১ জন পরীক্ষার্থী এবং একটি মাত্র ভোকেশনাল কেন্দ্রে ৬৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না, বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মৌলুদুর রহমান ও উপজেলা রিসোর্স সেন্টার ইউ আর সি ইন্সট্রাকটর মোহাম্মদ আহসান কবীর সহ আরো অনেকে। পরিদর্শন শেষে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান দায়িত্বশীলরা।
এবার সকল বিষয়ে পূর্ণাঙ্গ নম্বরে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে খুশি পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা ভাল ফলাফল করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অভিভাবকরা।
চলতি বছরের এই পাবলিক পরীক্ষা সব বিষয়েই নেওয়া হচ্ছে। পরীক্ষায় প্রতিটি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টায় অনুষ্ঠিত হচ্ছে। সিলেট শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা পরীক্ষা শেষ হবে ১৩ মে। লিখিত পরীক্ষা ৮ মে শেষ হওয়ার কথা থাকলেও পরে আবার সময়সূচি সংশোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। কিন্তু বৈসাবি উৎবের কারণে এই পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে জানিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছিল। এরপর ২০ এপ্রিলের গণিত পরীক্ষা নিয়ে আলোচনার পরে আবার পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের দিন ২১ এপ্রিল।