বরসি দিয়ে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত পুকুরে পড়ে মারা যান মতিউর রহমান নামের একজন পোস্ট মাস্টার। গতকাল শনিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই এলাকা থেকে পুলিশ নিহত পোস্ট মাস্টারের মরদেহ উদ্ধার করে। মতিউর রহমান দীর্ঘদিন থেকে স্থানীয় পোস্ট অফিসে দায়িত্বরত ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মতিউর রহমান বিবিরাই গ্রামের যে বাড়িতে ভাড়া থাকতেন তার পাশে একটি পরিত্যক্ত পুকুরে বর্শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পরিবার থেকে থেকে আলাদা থাকা মতিউর কোন এক সময় পুকুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন বলে স্থানীয়দের ধারণা। স্থানীয় ইউপি সদস্য জানান, মতিউর রহমানের মৃগী রোগ ছিল। শনিবার সকালে স্থানীয় এক শিশু ওই পুকুর পাড়ে কুচুর লতি তুলতে গিয়ে দেখে পুকুরের পানিতে এক ব্যক্তি মরদেহ ভেসে রয়েছে। সে স্থানীয় বাজারে গিয়ে বিষয়টি জানালে লোকজন ছুটে এসে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশ দুপুরে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সিলেট প্রেরণ করেছে।