• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

বিয়ানীবাজারে ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে জনতার হাতে ভারতীয় বুঙ্গার চিনি ও নাসির বিড়িসহ একটি প্রাইভেট কার ও দুইজনকে আটক করে জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ প্রাইভেটকার ও চোরাই মালামাল ও এর সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। রোববার রাতে স্থানীয় জনতা তাদের আটক করে। ভারতীয় চোরাই পণ্যকে বিয়ানীবাজারসহ আশপাশ এলাকায় বুঙ্গা বলে।

চিনি ও বিড়ি উদ্ধারের বিষয় নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, এই ঘটনায় প্রাইভেটকার চালক ও একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে ফয়সল আহমদ (৪৩) ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে ফাহিম আহমদ (২০)।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭ বস্তা ভারতীয় চিনি ও ২ হাজাদ ১’শ শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে চোরাচালানের পন্যসহ দুজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category