• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ভেঙ্গে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল

স্টাফ রিপোর্টার / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিয়ানীবাজারে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল। একই সাথে ভেঙ্গে ফেলা হয়েছে বিগত সরকারের আমলের বিভিন্ন উদ্বোধন ফলক। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রজনতা মিছিল সহকারে উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভেঙ্গে ফেলে। এসময় তারা ‘মুজিব বাদ মুর্দা বাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’সহ শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।


বুলডোজার দিয়ে ভেঙ্গে এ মুর‌্যালটি গত ৫ আগস্টের পরবর্তী সময়ে কালো রঙ ঢেকে দেয়া হয়েছিল। পরে ছাত্র জনতা উপজেলা উপজেলা কমপ্লেক্সে বিগত সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ফলক, ৭ মার্চে ভাষণের মুর‌্যালও ভেঙ্গে ফেলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিয়ানীবাজার পৌরসভায় অবস্থান করেন। এ সময় তারা পৌরভবনের সাবেক শিক্ষামন্ত্রীর নামযুক্ত উদ্বোধন ফলক ভেঙ্গে ফেলেন। এ সময় পৌরসভার এক কর্মকর্তার সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিকাল সোয়া ৪টার দিকে পুলিশ ডেকে পৌরসভার নকশাকার আশরাফুল ইসলামকে তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা।


বিকাল পৌনে ৫টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে থাকা শেখ মুজিবুলের মুর‌্যাল বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category