সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্বতাজপুর এলাকায় মসজিদে তারাবির নামাজে জুতো নিয়ে লুকোচুরির জের ধরে বাগবিতণ্ডা এবং সংঘর্ষ হয়। পরিস্থিতির একপর্যায়ে প্রতিবেশির বসতঘরে সশস্ত্র হামলার করে ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় মহিলাসহ আহত হয়েছেন ৩জন।
জানা যায়, পূর্বতাজপুর গ্রামের জামে মসজিদে নামাজ পড়তে গেলে গত তিন বছর থেকে যুবক সাইদুর রহমানের জুতা প্রায়ই চুরি যায়। এবারের রমজানের একই ঘটার পুনরাভিত্তি ঘটলে সাইদুর রহমান মসজিদের যাওয়া বন্ধ করে দেন। প্রতিবেশি এক মুরব্বি তাকে মসজিদে যাওয়ার জন্য অনুরোধ করলে গত বুধবার থেকে পুনরায় মসজিদে যাওয়া শুরু করেন তিনি। শুক্রবার তারাবিহ নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সাইদুর দেখেন তার জুতা যথাস্থানে নেই। এ নিয়ে তিনি উচ্চবাচ্য করলে বাগবিতণ্ডা ঘটে।
জুতা লুকোচুরির ঘটনায় বাগবিতণ্ডা ও মারামারির পর প্রতিবেশির হামলায় সাইদুর রহমানের বসত ঘরে ক্ষতিগ্রস্থ হয় এবং তার মা হামলায় আহত হন। এ সময় অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে আসা প্রবাসী জবারুন নেছা তার ঘর লুটপাটের অভিযোগ করেন।
প্রতিবেশিরা সাইদুর রহমান ও তার পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা অপবাদ দিয়ে সাইদুর রহমান তরুণ ফাহাদ হোসেনকে মসজিদে থেকে বাড়ি ফেরার পথে মারধর করে তাকে আহত করেছে। এসব ঘটনা ধামাচাপা দিতে অপপ্রচার করছে সাইদুরের পরিবার।
তুচ্চ বিষয়ে দুই প্রতিবেশিদের মধ্যে মারামারি ও হামলার ঘটনায় বিয়ানীবাজার থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।