• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে সড়কের কাজে ধীরগতি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

সামিয়ান হাসান / ১৬৯ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের বেজগ্রাম-তিলপাড়া অংশের ৪৫০ মিটার সড়ক সংস্কারকাজের ধীরগতিতে ভোগান্তি পোহাচ্ছেন তিন উপজেলার লক্ষাধিক মানুষ। সড়কের অর্ধেক অংশের আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হলেও ধীরগতিতে চলছে অপর অংশের কাজ। যার ফলে বৃষ্টিতে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কের একটি অংশ। তা ছাড়া সঠিক তদারকি না থাকার কারণে প্রতিদিন দীর্ঘ যানজট তৈরিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষজন।
সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায়, দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাচ্ছেন তিন উপজেলার মানুষ। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ মৌলভীবাজারের বড়লেখার লক্ষাধিক মানুষ প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করেন। যেখানে সামান্য বৃষ্টিতেও সড়কের বড় বড় গর্তগুলো পানিতে ভরাট হয়ে যায়। ফলে ছোট ছোট দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
শফিক আহমেদ নামের এক যাত্রী বলেন, দীর্ঘদিন থেকে এই সড়ক দিয়ে যাতায়াতের সময় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। জানি না এর শেষ কোথায়। আশা করি কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করে আমাদের চলাচলের উপযোগী একটি সড়ক উপহার দেবেন।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী দিপক কুমার বলেন, আপনাদের মতো আমি নিজেই এই সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছি। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা প্রায় অর্ধেক কাজ শেষ করেছে। আশা করছি বাকি কাজ দ্রুত শেষ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category