• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

বিয়ানীবাজার থেকে ছাত্রলীগ কর্মী নিখোঁজ, সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার

স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে ছাত্রলীগ কর্মী মুহাম্মদ জাবির আহমদ (২২) নামের একজন যুবক নিখোঁজ হয়েছেন। সম্প্রতি তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে হারিয়ে যাওয়া যুবকের পরিবারের পক্ষ থেকে। পুলিশ নিখোঁজ তরুণকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে।
জাবির উপজেলার মেওয়া (পূর্ব মহল্লা) গ্রামের আজমান আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ হন। তিনি স্থানীয় ছাত্রলীগের মূলধারা গ্রুপের সাথে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে।
কোথাও তার সন্ধান পাওয়া গেলে বিয়ানীবাজার থানা অথবা তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, নিখোঁজ যুবকের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের কাজ শুরু করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category