• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

বিয়ানীবাজার পৌরশহরের সমবায় মার্কেটের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১১১ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আগামী দুই বছরের জন্য বিয়ানীবাজার পৌরশহরের সমবায় মার্কেটের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি ও ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী দুই বছর দায়িত্ব সামলাবাবেন পৌরসহরের ব্যস্ততম এই মার্কেটটির।

শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজার কলেজ রোডস্থ সমবায় মার্কেট’র এম ইসলাম ট্রেডার্স এর সত্বাধিকারী উপদেষ্টা মো: নজমুল ইসলাম এর সভাপতিত্বে বিয়ানীবাজার পৌরশহরের সমবায় মার্কেট এর নতুন কমিটি ঘোষণা দেয়া হয়।

সমবায় মার্কেটস্থ স্থানীয় সকল শ্রেণীর ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়। উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেন মো: নজমুল ইসলাম, মো: জয়নাল আবেদীন মো: গিয়াস উদ্দিন, দীনেশ চন্দ্র দে চঞ্চল ও অজয় দাশ। এই উপদেষ্টা কমিটি সর্বসম্মতভাবে শনিবার নতুন কমিটির কর্মকর্তাগণের নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামিল আহমদ(জে এস ফরেন ফার্ণিচার), সহ-সভাপতি মো. গুলজার আহমেদ রাহেল (নুনিতা পেপার এণ্ড স্টেশনারি), মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী ( আল হাবিব লাইব্রেরি), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সফর উদ্দিন (আজিজ স্টোর), যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (সোনার বাংলা লাইব্রেরি), মো: হাবিবুর রহমান রাহেল (হাবিব এন্টারপ্রাইজ), সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান (ডিজিটাল কার্ড কর্ণার), সহ সাংগঠনিক সম্পাদক ইমাম হাসনাত সাজু (রসইঘর), কোষাধ্যক্ষ মো: জামাল উদ্দিন (আরিফ এন্টারপ্রাইজ), প্রচার সম্পাদক হানিফ আহমদ (নকশি ইভেন্ট), সহ প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন (মদিনা ব্যাগ হাউস), ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মৌলানা মনঞ্জুর হোসাইন (আলক্সা প্রেস এণ্ড প্রিন্টিং), সহ ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো: সরোয়ার আহমদ সামাদ (রাজু এণ্ড সুমি ট্রেডার্স), ক্রীড়া সম্পাদক হোসেন আহমদ (সলিউশন পার্ক), সহ ক্রীড়া সম্পাদক আলতাফ হোসেন (বর-কনে ইভেন্ট), সদস্যবৃন্দরা হলেন- মোহাম্মদ আলী (মাহিয়া ভেরাইটিস স্টোর), মাহমুদুল হাসান রাফি (জিয়া এন্টারপ্রাইজ), সোহাগ আহমদ (স্মার্ট আইটেক), সুমন আহমদ (রাহিম স্টেশনারি এণ্ড কার্ড সেন্টার)।

কমিটি ঘোষণা পরবর্তী সর্বসম্মতিক্রমে নির্বাচিত সভাপতি,-সেক্রেটারি-কোষাধক্ষ সহ সকল সদস্যরা ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় ভূষিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category