বিয়ানীবাজার পৌরসভায় বিকাল ৩টার দিকে পৌরভবনের উদ্বোধন ফলক থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামযুক্ত ফলক ভেঙ্গে ফেলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। এরপর পৌরসভার প্রত্যেকটি কক্ষের অবস্থা প্রত্যক্ষ করেন তারা। বিকাল সাড়ে তিনটার দিকে পৌরসভার নকশাকার আশরাফের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পৌর ভবন থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামযুক্ত ফলক ভেঙ্গে ফেলার সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতা মিছিল করেন।
এ সময় উত্তেজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা পৌরসভা প্রাঙ্গনে অবস্থান নেন। বিকাল সোয়া ৪টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের হাতে পৌরসভার নকশাকার আশরাফুল ইসলামকে তুলে দেন ছাত্র-জনতা।