• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

ব্রাজিল দলের নতুন কোচ আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট / ২ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কার্লো আনচেলত্তিকে। সোমবার এক বিবৃতি দিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আনচেলত্তি ব্রাজিলের পরবর্তী ম্যাচ থেকে দায়িত্ব শুরু করবেন।

ব্রাজিলের সংবাদ মাধ্যম জানিয়েছে, সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, কার্লো আনচেলত্তি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে (২৫ মে) রিয়াল মাদ্রিদের লিগ ম্যাচ শেষে মাদ্রিদ ছাড়বেন এবং ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন। ২৬ মে থেকে তিনি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন। তিনি হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। তার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে

কার্লো আনচেলত্তিকে কোচ করার বিষয়ে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ বলেন, ‘কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচের দায়িত্বে আনা কেবলমাত্র কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু। এটি বিশ্বের কাছে একটি বার্তা যে, আমরা শীর্ষস্থান পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। তিনি ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোচ এবং এখন তিনি গ্রহের সর্বশ্রেষ্ঠ দলকে নেতৃত্ব দেবেন। একসাথে, আমরা ব্রাজিলিয়ান ফুটবলে নতুন গৌরবময় অধ্যায় লিখবো।’

ব্রাজিল আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৫টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। কার্লো আনচেলত্তি ওই ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন। ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে পরের ম্যাচ খেলবে সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category