• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডেস্ক রিপোর্ট / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও ধানের গোলায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি কোম্পানির বিস্কুটের গুঁড়াসহ পরিত্যক্ত মালামাল বিক্রি করার কথা। তা কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাদানুবাদে জড়ায়। এর কিছুক্ষণ পর উভয়পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও ধানের গোলায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, একটি বিস্কুট কোম্পানির ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই নেতার পক্ষ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category