দিনের শুরুতে দুই উইকেট হারিয়ে খেই হারায় বাংলাদেশ। বৃষ্টি শুরু হওয়ার আগে আগে ৩৫ রানে লিড নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দিনের শুরুতে অপরাজিত দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়কে ফেরান পেসার কাগিসো রাবাদা। এক বলের ব্যবধানে তারা প্যাভিলিয়নে ফেরায় শঙ্কা জেগেছিল ইনিংস হারের।
শেষ পর্যন্ত অবশ্য ইনিংস হার দেখতে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। অপেক্ষায় আছে বড় টার্গেট দেওয়ার।
দিনের শুরুতে দুই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেছেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী অনিক। মিরাজ ৬৫ ও জাকের ৫৩ রানে অপরাজিত আছেন।