স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের আন্দোলনকারীদের ঘটনা ঘটেছে। এতে নারীসহ মাদ্রাসার পাঁচ শিক্ষক আহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে শাহবাগ এলাকায় এ ঘটনা। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
আহতরা হলেন– আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫), বিন্দু ঘোষ, মারুফা আক্তার (২৫)।
ওই পাঁচ জনকে হাসপাতালে নিয়ে আসা ঝালকাঠির দপদবিয়া শেখবাগল মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১৯ জানুয়ারি থেকে প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি করে আসছিলাম আমরা। আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যাওয়ার পথে শাহবাগে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠি দিয়ে আমাদের ওপরে হামলা চালায়। এতে আমাদের এক নারীসহ পাঁচ শিক্ষক আহত হন।’
মো. ফারুক বলেন, ‘আহত পাঁচ শিক্ষককে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।’