• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারের আইনজীবী হত্যা মামলার আসামী চট্টগ্রামে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৩৩ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী সুজন মিয়া (৩৬) হত্যা মামলায় মূল অভিযুক্ত কিশোর অপরাধীকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ ও র‍‍্যাব-৭ যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৩ মে) বিকালে চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানাধীন জামালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মৌলভীবাজার সদর থানার উত্তর মুলাইম গ্রামের মো. সালমান মিয়া (১৭)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে ৬ এপ্রিল রাতে মিসবাউর রহমান নামের একজনকে খুন করতে গিয়ে ভুল করে সুজন মিয়াকে হত্যা করে ভাড়াটে খুনিরা। চেহারা আর বয়সের মিল থাকায় এ ভুল হয় তাঁদের। ঘটনার পর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত এতদিন ছিলো অধরা। অবশেষে র‍‍্যাব তাকে গ্রেফতার করে।

খুন হওয়া সুজন মৌলভীবাজার শহরতলির পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা এবং সাত বছর ধরে জেলা জজ আদালতে আইন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ৬ এপ্রিল রাতে মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে চলমান বাণিজ্য মেলায় আইনজীবী সুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ৮ এপ্রিল নিহত সুজন মিয়ার ভাই এনামুল হক সুমন মৌলভীবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

ঘটনার পর হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজন ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলার নজির মিয়া ওরফে মুজিব (২৫), মো. আরিফ মিয়া (২৭), হোসাইন আহমদ ওরফে সোহান (১৯), রাজনগরের লক্ষণ নাইডু (২৩) এবং নেত্রকোনার (বর্তমানে মৌলভীবাজার সদরে বসবাসরত) আব্দুর রহিম (১৯)। পরদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category