সাভারের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, রবিবার (১০ নভেম্বর) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মফিদ-ই-আম স্কুলের সামনে শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও রাজধানীর অন্যান্য প্রবেশমুখ সাভারের বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল ও নবীনগর এলাকায় তল্লাশি কার্যক্রম চলছে।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও চেকপোস্ট এলাকায় অবস্থান করছে। এ সময় চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। বিশেষ করে প্রাইভেটকার ও সাদা মাইক্রোবাসগুলোকে সন্দেহজনক মনে হলে থামিয়ে গাড়িতে থাকা যাত্রীদের গন্তব্য ও পরিচয় জানতে চাচ্ছেন পুলিশ।
যদিও চেকপোস্ট থেকে এই রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।
চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার পরিদর্শক মো. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের অংশ আমাদের এই কার্যক্রম।’
আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে এই চেকপোস্ট বা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, ‘বিশেষ কোনো রাজনৈতিক দলের কর্মসূচীকে কেন্দ্র করে কোনো তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। বরং মাদকদ্রব্যের বিরুদ্ধে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের এই তল্লাশি কার্যক্রম চলছে। একই সঙ্গে রাজধানীতে প্রবেশ করে কেউ যেন নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে সেটিও লক্ষ্য রাখা হচ্ছে। মূলত গতকাল রাত থেকেই ঢাকার এই প্রবেশপথটিতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যা আজও চলমান।’