অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। শনিবার (১০ মে) রাত আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে বৈঠকটির এজেন্ডা কী হবে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
এদিকে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করছেন। গতকাল শুক্রবার (৯ মে) থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে। এরই প্রেক্ষিতে আজ রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে শুরু হয়েছে গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি।