• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

লিটনের কাধে টি-টোয়েন্টির দায়িত্ব, চমক রেখে দুই সিরিজের জন্য দল ঘোষণা

স্টাফ রিপোর্টার / ১১ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। এর আগে বেশ কয়েকবার বাংলাদেশকে নেতৃত্বে দিলেও এবারই প্রথম দীর্ঘমেয়াদে অধিনায়কের দায়িত্ব পেলেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি দলে আস্থার জায়গা হয়ে ওঠা অলরাউন্ডার শেখ মেহেদীকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে নেই মেহেদী হাসান মিরাজ।

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর এই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে অনেকদিন ধরেই স্থায়ী সমাধান খুঁজছিল বিসিবি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটন দাসকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক করে সাফল্য এসেছিল। স্থায়ীভাবেই এবার তার ওপরই ভরসা রাখল বোর্ড।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লিটনকে। তবে মেহেদীকে সহ–অধিনায়ক করা হয়েছে শুধু এই দুটি সিরিজের জন্য। এভাবে আরও কয়েকজনকে চেষ্টা করা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন নির্বাচকরা।

লিটন ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন তাসকিন আহমেদ। তাসকিন চোটের কারণে শেষ পর্যন্ত ছিটকে পড়েন। ঘোষিত স্কোয়াডেও নেই তার নাম। নাম নেই তাওহীদ হৃদয়েরও। প্রিমিয়ার লিগে আম্পায়ারিংয়ের প্রতি তর্ক করে বিতর্কের জন্ম দেওয়া এই ক্রিকেটারের নামও ছিল সম্ভাব্য অধিনায়কদের তালিকায়।

দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রিপন মণ্ডল। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজে খেলা সিরিজের দলে ছিলেন তারা। অভিষেকের অপেক্ষায় থাকা নাহিদ রানা ডাক পেয়েছেন এবার। ফিরেছেন শরিফুল ইসলাম। মুস্তাফিজুর রহমানের সাথে ফিরেছেন তানভির ইসলামও।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category