• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্টানের ভবন থেকে সাবেক এমপি নাহিদের নাম মুছে ফেলার দাবী

সামিয়ান হাসান / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

বিয়ানীবাজার উপজেলার সব শিক্ষা প্রতিষ্টানের ভবন থেকে সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদের নাম মুছে ফেলার দাবী জানানো হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর এক জনাকীর্ণ প্রশাসনিক মতবিনিময় সভায় এ দাবী জানান। তার এ দাবী সম্বলিত বক্তব্য চলাকালে সভায় উপস্থিত স্থানীয় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ সমর্থন জানিয়ে কন্ঠ মেলান।

জানা যায়, সোমবার সকালে বিয়ানীবাজারের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মস্তুফা মুন্নার আহবানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরিচিতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি ও জামায়াতে ইসলামীর দায়িত্বশীল, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মস্তুফা মুন্না। পরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য দেয়া শুরু হলে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর এ দাবী উপস্থাপন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নোট করেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সবাইকে আশ্বস্থ করেন। সমাপনী বক্তব্যে তিনি তার দায়িত্বপালনে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। সকল দপ্তরকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। উপজেলা প্রশাসন থেকে সকল ধরনের অচলায়তন দূর করে সরকারের সাথে জনগণের সম্পর্ক গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি শারমিন নেওয়াজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান, অফিসার ইনচার্জ মো: এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্ধণ, চেয়ারম্যান আব্দুল মন্নান, চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমীর আবুল খায়ের, সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, পৌর আমীর মাওলানা জমির হোসাইন, উপজেলা এ্যাসিন্ট্যান্ট সেক্রেটারি মোঃ রুকন উদ্দিন, বিএনপি নেতা অহিদ আহমদ তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, পৌর যুবদলের সভাপতি হোসেন আহমদ দোলন, সিনিয়র সাংবাদিক আহমদ ফয়সল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category