মাত্রই শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হার উপহার পেয়েছে বাংলাদেশ। তবে এর মধ্যে এলো আরও বড় খবর। হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন, আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না তিনি। শান্তর এই সিদ্ধান্ত বিসিবিকেও জানানো হয়েছে। যদিও এর আগে ওয়ানডে দল থেকে শান্তকে সরিয়ে মেহেদী মিরাজকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ড এর পক্ষ থেকে।