জীবন-সংগ্রামে হার না মানা রাজশাহীর ১০ নারী পেলেন ‘শ্রেষ্ঠ জয়িতা’র পুরস্কার। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সবংর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা যদি সমাজের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেন, তাহলে আমরা সবাই ছোট-বড় একজন সমাজবিজ্ঞানী। এই বিজ্ঞানের চিন্তা-ভাবনা কাজে লাগিয়ে আমাদের সমাজকে নির্যাতনমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা আপনাদের পক্ষে সবসময় আছি এবং থাকব। জীবনযুদ্ধে হার না মানা জয়িতা নারীরা একেকজন আমাদের সমাজের অনুপ্রেরণা।
সিটি করপোরেশন এলাকা থেকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মতিহারের শ্যামপুর এলাকার রিপা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মতিহারের বাজে কাজলা এলাকার জান্নাতুন নাহার আভা, সফল জননী নারী বোয়ালিয়া থানার সাগরপাড়ার সাহেরা বানু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শিরোইল মঠপুকুরের ইয়াসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানে কাদিরগঞ্জের মৌসুমী আক্তার। এ ছাড়া রাজশাহী জেলা থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মতিহারের শ্যামপুর এলাকার রিপা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পুঠিয়া উপজেলার ঝলমলিয়ার সাতিদয়া ইয়াসমিন, সফল জননী নারী হিসেবে দুর্গাপুরের ক্ষিদ্র কাশির গ্রামের দিনা জহুরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী হিসেবে নগরীর শিরোইল মঠপুকুরের ইয়াসমিন আক্তার, উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী পবা উপজেলার বড়গাছী কারিগরপাড়া বিলকিস বেগম শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার অর্জন করেন।