বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় দফায় আজ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের সংলাপে প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্র সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে প্রস্তাব তুলে ধরবে দলগুলো। পাশাপাশি সংসদ নির্বাচনের রোডম্যাপ, সংস্কারকাজের অগ্রগতি এবং কবে নাগাদ শেষ হতে পারে এই কার্যক্রম, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তার পরিষ্কার ধারণা পেতে চাইবে ১৮টি রাজিনৈতিক দল।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বেলা আড়াইটায় বিএনপির সঙ্গে বৈঠক দিয়েই শুরু হবে এবারের সংলাপ। বিএনপির সংলাপের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর যথাক্রমে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, আমরা বাংলাদেশ (এবি) পার্টি ও গণ অধিকার পরিষদ (ফারুক) বৈঠক করবে। তবে আমন্ত্রণ পেলেও সংলাপের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর এর আগে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজের অগ্রগতি জানাতে এই সংলাপের আয়োজন করা হচ্ছে। তবে কমিশনগুলোতে কারা সদস্য হবেন, তা সংলাপে নয়- সরকারই ঠিক করবে। মূলত, রাজনৈতিক দলগুলোকে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বিভিন্ন প্রস্তাব বা পরামর্শ চাওয়া হবে সরকারের পক্ষে। পাশাপাশি নির্বাচনি রোডম্যাপ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের সংস্কার ইস্যুতে সুনির্দিষ্টভাবে কথা বলবেন রাজনৈতিক দলগুলোর নেতারা।
দুই ইস্যুতে প্রাধান্য দেবে বিএনপি
দলীয় সূত্রমতে, প্রধান উপদেষ্টার সঙ্গে এবারের সংলাপে বিএনপি দুটি বিষয় সামনে রেখে আলোচনা করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্র সংস্কারকাজ শেষ করার রোডম্যাপকে প্রাধান্য দেওয়া হবে এবং দ্রুত সংস্কারকাজ শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ দেওয়া হবে। এর বাইরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতার গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত শুরু করার কথা বলা হবে। সরকারের বক্তব্য ছাড়াও বিএনপি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতাদের এই প্রতিনিধিদলে বিশেষজ্ঞ থাকতে পারেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনি রোডম্যাপ ও রাষ্ট্র সংস্কার রোডম্যাপ ইস্যুতে আমাদের বক্তব্য তুলে ধরব। এ ছাড়া বিভিন্ন সংস্কারের ব্যাপারে আমাদের নিজস্ব কিছু বক্তব্য আছে সেগুলো বলব এবং প্রস্তাবনা তুলে ধরব। বিশেষ করে প্রশাসন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ নিয়ে আমরা কথা বলব। তা ছাড়া সরকার যা জানতে চাইবে, সে বিষয়েও কথা বলব।’
জামায়াতে ইসলামী
জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপ শুরু হবে বেলা ৩টায়। এতে দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নায়েবে আমিরসহ সিনিয়র নেতারা অংশ নেবেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রেখে রাষ্ট্র সংস্কারে লিখিত একটি প্রস্তাবনা তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে চূড়ান্ত করেছে জামায়াত। তাদের প্রস্তাবনায় থাকছে, একক কর্তৃত্বপরায়ণ কোনো সরকার যাতে আগামীতে ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া; ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনি কাঠামো গঠন; রাজনীতিতে প্রতিহিংসা, বিভেদ ও বিভাজন কমিয়ে জাতীয় ঐক্য বজায় রাখা। সংলাপ শেষে তাদের প্রস্তাবনা দেশবাসীর কাছে তুলে ধরা হবে।
জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ জানান, রাষ্ট্র সংস্কারে গঠিত ছয়টি কমিশনের কাছে পৃথকভাবে তাদের প্রস্তাবনা তুলে ধরবেন। তবে এবারের সংলাপে মূলত নেতারা প্রধান উপদেষ্টা যেসব বিষয়ে মত চাইবেন, তারা সেসব বিষয়ে মতামত দেবেন।
হেফাজতে ইসলাম
আজ বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এবারের আলোচনায় চার ইস্যুর ওপর গুরুত্ব দেবে হেফাজত। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত গণ-হত্যাকাণ্ডের বিচার; হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার; বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল এবং নতুন শিক্ষানীতি ব্যবস্থায় কমিটিতে দুজন বিশেষজ্ঞ আলেম-ওলামায়ে অন্তর্ভুক্ত করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার বিকেল ৫টায় যমুনায় যাবে। এই দলে থাকবেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘সংলাপে আমরা ছয়টি কমিশনের কাজের অগ্রগতি, কমিশন কীভাবে কাজ করবে, কত দিনের মধ্যে কাজ শেষ করবে, এসব বিষয়ে আলোচনা করব। এখন আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা না দিয়ে কয়েক দিনের মধ্যে লিখিত প্রস্তাবনা জমা দেব।’
৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ
আজ বেলা সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবনে যাবে ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। সংলাপে অংশ নেবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুমসহ ১২ জনের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
এ বিষয়ে সাইফুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার যাত্রা কখন শেষ হবে, সংসদ নির্বাচন কবে হবে, তা বোঝার চেষ্টা করব। এ ছাড়া নির্বাচন কমিশন সংস্কার ও দ্রব্যমূল্যের দাম কমাতে কিছু প্রস্তাবনা মঞ্চের পক্ষে তুলে ধরব।’
বাম গণতান্ত্রিক জোট
আজ বিকেল ৪টার দিকে যমুনায় যাচ্ছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাদের মধ্যে এ সভায় থাকবেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক দলের নেতা আবদুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
বৈঠকের আলোচ্যসূচি নিয়ে বাম জোটের সিনিয়র নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে, সেগুলো কীভাবে কাজ করবে এ নিয়েই মূলত আলোচনা হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা নিয়ে আলোচনা করার কথা রয়েছে। সংস্কার কমিশন নিয়ে ইতোমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে সভায় আপত্তি জানাব।’
আমার বাংলাদেশ (এবি) পার্টি ও গণ অধিকার পরিষদ (ফারুক)
আজ বিকেল সাড়ে ৫টায় এবি পার্টি এবং অপরদিকে সন্ধ্যা ৬টায় যমুনায় যাবেন গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা রেজা কিবরিয়া, আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্যসচিব ফারুক হাসান। প্রধান সদস্য ৫০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের গঠনের কথা তুলে ধরা হবে বলে জানিয়েছেন ফারুক হাসান।
এবি পার্টির প্রতিনিধিদলে থাকছেন আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রাস্ট্র সংস্কার এজেন্ডা মোটা দাগে তিনটি। আমরা রাজনৈতিক দল ও সরকার কাঠামোতে সংস্কার চাই; আইন ও বিচারব্যবস্থার সংস্কার এবং জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থাপনার সংস্কার।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব হলো, দলের প্রধান ও সরকারপ্রধান একই ব্যক্তি হতে পারবেন না। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য পদে পর পর অথবা বিরতি দিয়ে দুই মেয়াদের বেশি কেউ নির্বাচিত হতে পারবেন না। দলের প্রধান ও দায়িত্বশীল পদগুলোতেও একজন ব্যক্তি দুই বা তিন মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। এতে দলে গণতন্ত্রের চর্চা, নতুন নেতৃত্ব সৃষ্টি ও জবাবদিহির পথ সুগম হবে।’
এদিকে শনিবারের সংলাপ আমন্ত্রণ পেলেও তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে এতে অংশ নিচ্ছে না গণ অধিকার পরিষদ। তবে আগামী কয়েক দিনের মধ্যে সংলাপে অংশ নেবেন জানিয়ে দলটির সভাপতি নূরুল হক নুর বলেন, ‘এক সঙ্গে তিন-চারটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা দলের সুরক্ষার কথা চিন্তা করে পরে তারিখ নির্ধারণের কথা বলেছি।’