সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাদেক কওসার দস্তগীরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার ( ১৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকেল ৫টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সাদেক কওসার দস্তগীর জুলাই অভ্যুত্থানের সময় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় তার ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর বাদী হয়ে পুলিশসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ঘটনায় আরও একটি মামলাও হয়। গত ৮ অক্টোবর কোতোয়ালি থানায় করা মামলাটি আদালতের নির্দেশে পিবিআইয়ে হস্তান্তর করা হয়। এর পরপরই মামলার তদন্তে নামে পিবিআই।