সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফ মিয়াকে আটক করা হয়েছে। তিনি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।
সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে। পরে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ মিয়াকে আটক করে সোমবার রাতে থানায় হস্তান্তর করেছে। নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
এর আগে গত রবিবার রাতে সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নূরুল হুদাকে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করে একদল। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।