• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

সার্টিফিকেট তুলতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট / ১২৫ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

সার্টিফিকেট তুলতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মালেক।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, জিয়া হলের সামনে থেকে কিছু ছাত্র ফিরোজকে মারধর করে। আহত অবস্থায় মতিহার থানা পুলিশ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে তাকে মতিহার থানাহাজতে রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ফিরোজ মাহমুদকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক বলেন, শুক্রবার রাতে আহত ছাত্রলীগের এক নেতাকে চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়। তিনি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তুলতে এসেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category